
ছবি: সংগৃহীত।
ফরিদপুরের ভাঙ্গায় সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় স্কুলশিক্ষক, ইলেকট্রিক মিস্ত্রি ও পেশাদার অপরাধীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও পাঁচ ভরি স্বর্ণালংকার।
গ্রেপ্তাররা হলেন—নগরকান্দার শ্রীরাঙ্গাল গ্রামের আলিম শেখের ছেলে ও স্থানীয় ‘দ্য ন্যাশনাল ইসলামিক প্রি ক্যাডেট স্কুল’-এর পরিচালক মোক্তার হুসাইন ওরফে মোকা (৪৫), পূর্বসদরদী গ্রামের মান্নান শেখের ছেলে কিবরিয়া শেখ (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরবাহাড়া গ্রামের শহিদুল ওরফে শহিদ (৪৫) এবং বোয়ালমারীর শ্রীনগর গ্রামের পার্থ রায় (৪২)।
পুলিশ জানায়, ভাঙ্গার পূর্বসদরদী ও শাহামুল্লুকদী গ্রামে সম্প্রতি সংঘটিত দুটি ডাকাতির ঘটনায় তারা সরাসরি জড়িত। পূর্বসদরদীতে দুই প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে গৃহকর্তা ও নারীদের কুপিয়ে আহত করা হয়। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে অভিযান চালিয়ে শিক্ষক মোক্তার ও কিবরিয়াকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দিনের বেলায় শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও মিস্ত্রির কাজ করলেও রাতের অন্ধকারে তারা ভয়ংকর ডাকাতিতে জড়িয়ে পড়ে। ভাঙ্গা থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন বলেন, “ডাকাতরা বিভিন্ন এলাকা থেকে দল গঠন করে ভাড়া করা লোকজনের সহায়তায় পরিকল্পিতভাবে ডাকাতি করত। এই চক্রের মূল হোতা মোক্তার হোসাইন।”
তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ভাঙ্গার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল। তবে ডাকাতরা পাটক্ষেতে লুকিয়ে থাকায় তাৎক্ষণিকভাবে ধরা সম্ভব হয়নি। পরবর্তীতে চালানো বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে পাঁচ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সায়মা ইসলাম