
ছবিঃ সংগৃহীত
ফরিদপুরের নগরকান্দায় গভীররাতে আগুনে দুটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা। সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলা সদর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নগরকান্দা বাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো সোমবার রাত ১০টার দিকে ব্যবসায়ী বগু ভুঁইয়া ও তার ভাই অরুপ ভুঁইয়া তাদের দুটি মুদি দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত সাড়ে ১২টার দিকে তাদের দোকানে আগুন দেখতে পান আশপাশের দোকানদাররা। মুহূর্তের মধ্যে ওই আগুন পাশাপশি থাকা দুই ভাইয়ের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকান দুটি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত অরুপ ভুঁইয়া বলেন, “বাজারের মধ্যে সবচেয়ে বড় মুদি দোকান ছিল আমাদের দুই ভাইয়ের। প্রায় কোটি টাকার মালামাল ছিল দোকানে। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা কিভাবে ব্যবসা করবো, সেই চিন্তায় আছি।”
নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আখতার হোসেন বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দোকানের ভেতরে বিপুল পরিমাণে ডিজেল ও কেরোসিন তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সে কারণে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
খবর পেয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিন ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মারিয়া