
ফরিদপুর শহরের আলিপুর এলাকায় এনসিপির যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ হোসেনের বাড়িতে সোমবার (৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে সশস্ত্র হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী এবং স্থানীয়রা।
হামলাকারীরা বাসার চার-পাঁচটি গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং সরাসরি দ্বিতীয় তলায় উঠে যায়। তারা ধারণা করেছিল, জাহিদ হোসেন ও তার ছেলে নির্দিষ্ট এক কক্ষে ঘুমিয়ে আছেন। সেখানে কাউকে না পেয়ে তারা ঘরের বিভিন্ন রুমে তাণ্ডব চালায় এবং একটি রুমের বাহিরের লক খোলার চেষ্টা করে। জাহিদ হোসেনের রুম এবং তার ছেলের রুমের ভেতর থেকে সিটকিনি লাগানো থাকায় হামলাকারীরা প্রবেশ করতে পারেনি।
জাহিদ হোসেন জানান, “পর্দার ফাঁক দিয়ে হামলাকারীরা আমাকে দেখে থাকতে পারে। কিন্তু ভোরের আজানের ধ্বনি এবং আশপাশে মুসল্লিদের চলাচল শুরু হলে তারা পালিয়ে যায়।”
পরবর্তীতে তিনি দেখতে পান, দরজার সামনে পড়ে আছে একটি কাঁচি কাটার, বাসার বিভিন্ন দরজার তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে দুটি জোড়া স্যান্ডেল ফেলে যায় হামলাকারীরা।
খবর পেয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে দারোগা আলমগীরের নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে।
পুলিশ বলছে, “এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয় বরং এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা হতে পারে।” তদন্ত চলছে, তবে এখনো কাউকে আটক করা হয়নি।
এ ঘটনায় এনসিপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এস এম জাহিদ হোসেন সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যার কারণে তিনি টার্গেটে পরিণত হয়ে থাকতে পারেন বলে দলীয় নেতারা আশঙ্কা করছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও দায়ীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এনসিপি নেতৃবৃন্দ।
নুসরাত