
ছবি: জনকণ্ঠ
মানিকগঞ্জের সাটুরিয়ায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তারের পর ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে থানার এবং থানার সামনের সড়ক অবরোধ করে তার পরিবারের সদস্যরা। ঘটনাস্থলে বিশৃঙ্খলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই ছাত্রলীগ নেতার বাবা-মা, স্ত্রী ও ভাইকে আটক করেছে পুলিশ।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি শাহিনুল ইসলাম জানান, সোমবার (৭ জুলাই) বিকেলে সন্ত্রাস বিরোধী মামলায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাকা (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক (৪৫), ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ষহেলাল উদ্দিন (৫৪) এবং ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২৬)–কে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর সময় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বির পরিবারসহ ৩০-৪০ জন থানার সামনে এসে প্রিজন ভ্যান থামিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় তারা পুলিশকে গালিগালাজ করে এবং হুমকি দেয় বলেও অভিযোগ উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ধস্তাধস্তির একপর্যায়ে গোলাম রাব্বির বাবা আছর উদ্দিন (৫০), মা রোজিনা বেগম (৪৫), ভাই রিফাত ইসলাম (১৭) ও স্ত্রী আজরিন আক্তার (১৯)-কে আটক করে।
ঘটনার বিষয়ে সাটুরিয়া থানার এসআই আব্বাস উদ্দিন জানান, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলার চেষ্টা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনি নিজে বাদী হয়ে মঙ্গলবার (৮ জুলাই) সকালে মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ০৯/৮-৭-২৫।
এ বিষয়ে সাটুরিয়া থানার শাহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক চারজনকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে থানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিহাব