ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ফেনীতে টানা বৃষ্টির জলাবদ্ধতা, মৌসুমের সর্বোচ্চ সর্বোচ্চ বৃষ্টিপাত রেক

নিজস্ব সংবাদদাতা, ফেনী

প্রকাশিত: ১৫:০২, ৮ জুলাই ২০২৫

ফেনীতে টানা বৃষ্টির জলাবদ্ধতা, মৌসুমের সর্বোচ্চ সর্বোচ্চ বৃষ্টিপাত রেক

ছবি: সংগৃহীত

ফেনীতে ২৪ ঘন্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা চলতি বছরে ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। ৭ জুলাই সকাল ৯ টা হতে আজ ৮ ই জুলাই সকাল ৯ টা পর্যন্ত ( ২৪ ঘন্টায়) হিসেবে এই বৃষ্টিপাত। ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো: মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
 
শহর ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির কারণে শহরের সদর হাসপাতাল রোড়, একাডেমি রোড়, রামপুর, শাহীন একাডেমী এলাকা, পাঠানবাড়ি এলাকা, নাজির রোড, পেট্রোবাংলো, কলেজ রোড় সহ বিভিন্ন এলাকায় তৈরী হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে দূর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী, স্কুল কলেজ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পানি থাকায় বন্ধ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম। তবে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শহরের অধিকাংশ এলাকায় পানি জমে থাকায় দোকানপাটের মালামালসহ ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে।পৌর সুলতান মাহমুদ হকার্স মার্কেটে পানি থাকায় দোকানের মালামাল সহ সবকিছু পানির নিচে তলিয়ে আছে।
 
বাড়ছে সীমান্তবর্তী তিন নদী মুহুরী, কহুয়া, সিলোনীয়া নদীর পানিও। তবে পানি উন্নয়ন বোর্ড জানায় এখনও তা বিপদ সীমার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেন।
 
ফেনী পৌর প্রশাসক গোলাম মো বাতেন জানান, বৃষ্টির গতিসাথে ড্রেনেজে পানি সরার সরক্ষমতা না থাকায় শহরে কিছুটা জলাবদ্ধতা হয়েছে। তবে বৃষ্টি থামার সাথে সাথে পানি নেমে যাবে।
 
অবিরাম বৃষ্টি হওযার কারনে বৈদুতিক দুঘটনা এডাতে শরীরের বিভিন্ন এলাকায বিদ্যুত সরবরাহ বন্ধ রযেছে।

শিহাব

×