
ছবি:সংগৃহীত
নরসিংদীর রায়পুরা উপজেলায় সমাজকল্যাণ ফান্ডের উদ্যোগে অসহায়, দুঃস্থ, দরিদ্র ও রোগাক্রান্ত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ চত্বরে এই অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সরকার, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা প্রমুখ।
এবারের অর্থ সহায়তা কর্মসূচির আওতায় মোট ৩৮ জন দুঃস্থ ও অসহায় মানুষকে নগদ অনুদান প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সমাজের প্রান্তিক মানুষরা সাময়িক সংকটে কিছুটা হলেও সহায়তা পান।
মারিয়া