
নবগঠিত ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় কয়েক কিলোমিটার গ্রামীণ সড়কের অবস্থা বেহাল। এরমধ্যে কাঁচা সড়ক ব্যবহারকারীরা রয়েছেন চরম ভোগান্তিতে। দীর্ঘদিন মেরামত না হওয়ায় ইটের সড়কগুলোও পরিণত হয়েছে মরণ ফাঁদে। চলাচলের অনুপযোগী হওয়ায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ পথচারীরা পড়েন চরম দুর্ভোগে। প্রায়ই ঘটছে ছোটবড় দুর্ঘটনা।
এদিকে এই উপজেলা কৃষি নির্ভর হওয়ায় কৃষি কাজ হচ্ছে ব্যাহত। অপরদিকে সরেজমিন পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ সড়কগুলো মেরামতের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি।
আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ আগস্ট মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম, গোপালপুর, নবগ্রাম, কাজীবাকাই ও ডাসার এই ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় ডাসার উপজেলা। ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রাম থেকে উত্তর ভাউতলী হয়ে দক্ষিণ ভাউতলী পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার ও গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রামের গাফবাড়ির রাস্তা এবং ডাসার ইউনিয়নের খিলগ্রাম থেকে উত্তর ডাসার পর্যন্ত এখনো মাটির রাস্তা রয়েছে।
উপজেলার জনগুরুত্বপূর্ণ এই সড়কগুলোতে একটু বৃষ্টিতেই কাঁদা হওয়ায় দুর্ভোগ বাড়ে পথচারীদের। এবং স্কুল-কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা পড়েন বিড়ম্বনায়। বড় বড় গর্ত আর রাস্তায় পানি জমে থাকায় ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। শুধু এই সড়কই নয়, উপজেলার গোপালপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে পশ্চিম পূয়ালী গ্রামের মুন্সী বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার ইটের সোলিং রাস্তার খুবই করুণ অবস্থা। কাঁচা সড়কের সাথে যতটুকু ইটের সোলিং রয়েছে তাও সৃষ্টি হয়েছে খানাখন্দ।
অন্যদিকে ডাসার ইউনিয়নের আইসার বাজার থেকে যাত্রাভিটা পর্যন্ত ২ কিলোমিটার মাটির সড়কের অবস্থাও করুণ। এদিকে নবগ্রাম ইউনিয়নের বেশিরভাগ সড়ক এখনো রয়ে গেছে কাঁচা। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের অবস্থাও বেহাল। অনেক রাস্তায় এমন অবস্থায় বন্ধ হয়ে গেছে ভ্যান ও ইজিবাইক চলাচল। এই সড়কগুলো দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
পশ্চিম পূয়ালী গ্রামের মো. শাহীন হাওলাদার ও কাজীবাকাই এলাকার মো. আলাউদ্দিন সরদারসহ উপজেলার বেশ কয়েকজন ভুক্তভোগী বলেন, আমাদের কৃষি কাজকর্মে অনেক সমস্যা হয়। এছাড়া আমাদের ছেলে-মেয়েদের স্কুল-কলেজে ও মাদ্রাসায় যেতে অনেক কষ্ট করতে হয়। সরকার যদি এই সড়কগুলো দ্রুত পাকা করে দিত তাহলে আমাদের অনেক উপকার হতো।
জসিম উদ্দিন জানান, আমরা ডাসার উপজেলা শহরের মধ্য থেকেও এই কাঁচা রাস্তার কারণে আমাদের অনেক কষ্ট হয়। শীতের মৌসুমে কাঁদা না থাকলেও সড়কটি ভাঙাচোরা হওয়ায় ভ্যান অথবা রিকশা চলাচল করতে পারে না। এবং বড় গাড়ি চলাচলের প্রশ্নই আসে না। আর বর্ষা মৌসুমে আমাদের পায়ে হেঁটে যেতেও কষ্ট হয়। এই সড়কটি দ্রুত পাকা করা হলে আমাদের এই অঞ্চলের মানুষের ভোগান্তি লাঘব হতো।
এ ব্যাপারে কালকিনি উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করীম বলেন, উপজেলার গ্রামীণ কাঁচা এবং জরাজীর্ণ ইটের সড়কগুলো তালিকা করে ঝুঁকিপূর্ণ সড়কগুলো মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে।
আফরোজা