
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পরুয়াপাড়া গ্রামের একমাত্র প্রধান যোগাযোগ সড়ক—জৈইদ্দার হাট থেকে পারকি ব্রিজ পর্যন্ত কাঁচা রাস্তা—বর্তমানে সম্পূর্ণ চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি রূপ নেয় কাদা-পানির ফাঁদে, ফলে হাজারো মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের মুখে পড়ছেন।
সড়কটির দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার এবং প্রস্থ ১৫ ফুট হলেও এখনো কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া লাগেনি। জলাবদ্ধতা ও কর্দমাক্ত অবস্থার কারণে পথচলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন এবং কর্মজীবী মানুষ।
স্থানীয় বাসিন্দা ফারহাদুল ইসলাম নয়ন বলেন, “প্রতিদিন হাজারো মানুষ এই সড়কে দুর্ভোগ পোহান। অনেক এমপি-মন্ত্রী আসেন, কিন্তু কেউ আমাদের রাস্তার দিকে নজর দেন না। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক।”
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ইসহাক বলেন, “দীর্ঘদিন ধরেই এই কাঁচা রাস্তার দুর্ভোগ আমরা ভোগ করে আসছি। প্রতি নির্বাচনের আগে নেতারা এসে উন্নয়নের আশ্বাস দেন, কিন্তু পরে আর খোঁজখবর নেন না। আমরা স্থায়ী সমাধান চাই।”
সড়কটি উত্তর পরুয়াপাড়া থেকে শুরু হয়ে সাপমারা খালের পাশ দিয়ে বয়ে গিয়ে বটতলী ইউনিয়নের পূর্ব বৈরিয়া পর্যন্ত বিস্তৃত। রায়পুর ইউনিয়নের বহু মানুষ প্রতিদিন এ সড়কে যাতায়াত করেন।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। এলাকাবাসীর ভোগান্তির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
নুসরাত