ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

নারায়ণগঞ্জ জেলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা, পুত্র গ্রেফতার

প্রকাশিত: ১৮:০৮, ৫ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ জেলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা, পুত্র গ্রেফতার

গত ০৪ জুলাই ২০২৫ খ্রিঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশ্বনন্দী পূর্বপাড়ার মাহবুবুল হক (৫৬) নামে এক ব্যক্তিকে তার মেজো ছেলে মোঃ ইয়াসিন (২২) মোবাইল ক্রয়ের জন্য টাকা দিতে অস্বীকৃতি করলে রাগের বশবর্তী হয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। মাহবুবুল হককে আড়াইহাজার স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মাহবুবুল হকের স্ত্রী মোছাঃ রাশিদা বেগম বাদিনী হয়ে নিজ পুত্রের নামে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা রুজু করেন।

মামলা হওয়ার পর নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়ের নির্দেশনায় আসামি গ্রেফতার করতে অভিযানে নামে পুলিশ। অতঃপর 'সি' সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মেহেদী ইসলামের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আতিক এবং রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অদ্য ০৫ জুলাই ২০২৫ খ্রিঃ রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকা থেকে দুপুর ০১.৪৫ ঘটিকায় হত্যা মামলার আসামি মোঃ ইয়াসিন (২২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মোঃ ইয়াসিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছে।

আফরোজা

×