
মৌলভীবাজার জেলার চারটি সীমান্ত এলাকা পাল্লাতল, কাকমারা, ধলাই ও মুরইছড়া দিয়ে নারী, শিশু সহ ৮৩ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ।
বৃহস্পতিবার ৩ জুল্ইা ভোর রাতে বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে নারী, শিশু সহ ৪৮ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ।
এদিকে একইদিন ভোর রাতে শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জন, কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ৫ জন ও কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে ৫ জন পুশইন করেছে বিএসএফ।
বিজিবির পৃথক ৩টি ব্যাটলিয়ন সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অপরিচিত কিছু নারী পুরুষ ঘুরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। এদের বাড়ি যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলায়। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ সহ সকল প্রক্রিয়া শেষ করে তাদের আত্মীয়স্বজনের মাধ্যমে স্ব স্ব ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত ৫০১ জনকে পুশইন করেছে বিএসএফ।
৫২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় জানা গেছে।
অপরদিকে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সকালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। প্রাথমিক ভাবে তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।
রাজু