ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

পরকীয়ায় আসক্ত স্বামীকে হাতেনাতে ধরতে মোটরসাইকেল যোগে ধাওয়া করলেন স্ত্রী

প্রকাশিত: ১৭:৪০, ১০ জুন ২০২৫; আপডেট: ১৭:৪৩, ১০ জুন ২০২৫

পরকীয়ায় আসক্ত স্বামীকে হাতেনাতে ধরতে মোটরসাইকেল যোগে ধাওয়া করলেন স্ত্রী

পাশের বাড়ির ভাবির সাথে জমিয়ে প্রেম করছেন স্বামী! টের পেতেই অশান্তি শুরু করেছিলেন স্ত্রী। হাতেনাতে ধরতে গেল বৃহস্পতিবার রাতে গাড়ির পিছনে ধাওয়া করলেন স্ত্রী। গোটা ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজেনা ছড়িয়ে পড়ে ভারতের বাঁশদ্রোণীতে। গাড়ি থেকে নামতেই স্বামীর প্রেমিকার সঙ্গে হাতাহাতিতে জড়ালেন স্ত্রী। জল গড়াল থানা পর্যন্ত। 

জানা গেছে, সম্প্রতি পাশের বাড়ির এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে যুবকের। সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। বিষয়টা বেশিদিন গোপন ছিল না। যুবকের স্ত্রী জেনে যেতেই অশান্তি শুরু হয়। তাতেও যুগলের মধ্যেই এক বিন্দুও দূরত্ব বাড়েনি। বৃহস্পতিবার রাতে প্রেমিকের ক্যাবে বাড়ি ফিরছিলেন মহিলা। কোনওভাবে যুবকের স্ত্রী তা জানতে পারেন। এরপরই ভাইয়ের বাইকে চেপে স্বামী ও তাঁর প্রেমিকাকে ধাওয়া করেন। 

পাড়ার মোড়ে মহিলা গাড়ি থেকে নামতেই তাঁকে পাকরাও করেন প্রেমিকের স্ত্রী। মারধর করে মহিলার পোশাক ছিঁড়ে দেন বলে অভিযোগ। পালটা দেন তিনিও। দুই মহিলার হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এরপর রাতেই দুতরফেই বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।ভারতীয় গণমাধ্যমের দাবি ঘটনাটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

ফুয়াদ

আরো পড়ুন  

×