
ছবিঃ সংগৃহীত
সৈয়দপুরে স্থানীয় বিনিয়োগ উন্নয়ন ও ওএসএস প্লাটফর্মে বিনিয়োগ সেবা অর্ন্তভুক্তিকরণ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুর ২ টায় বিডা রংপুর বিভাগের পরিচালক (উপ সচিব) মারুফুল আলমের উপস্থাপনা ও নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিতে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মশালা হয়েছে।
এতে নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় উৎপাদন খাত ও ব্যবসায় বিনিয়োগে করণীয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবসায়ীদের সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। এছাড়া শিল্প কারখানা স্থাপনে বিভিন্ন সংস্থার কাগজপত্র তৈরীসহ ব্যবসা পরিচালনায় ব্যবসায়ীরা শিল্প সংক্রান্ত বিষয়ে হয়রানি নিয়ে আলোচনা করেন ব্যাবসায়ীরা। সাথে শিল্পে সম্ভবনাময় সৈয়দপুর শহরের বিভিন্ন সমস্যা ও কারখানা স্থাপনসহ সার্বিক বিষয় নিয়ে আলোকপাত করেন সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যাপক শওকত হায়াত শাহ, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার সাধারন সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. এস এম ওবায়দুর রহমান, তাতী দলের জেলা কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আনিস আনসারী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের পরিচালক এরশাদ হোসেন পাপ্পু এবং বিডার রংপুর বিভাগের পরিচালক সুনীল কুমার অধিকারী।
ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি ও যমুনা এগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শওকত চৌধুরী, শ্যামলী সিটি গ্রুপের গৌতম হালদার, ইকু গ্রুপের নির্বাহী কর্মকর্তা (সিইও) ইরফান আলম ইকু, নোয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজ কুমার পোদ্দারসহ উপজেলার সকল শিল্পো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর- ই- আলম সিদ্দিকী, বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, বিএনপি নেতা জোবায়দুল ইসলাম মিন্টু, পৌর জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) মাওলানা ওয়াজেদ আলী, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক বাবুল সরকার, নীলফামারী চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট হাজী আফতাব আলম জুবায়ের, হাজীগঞ্জ হ্যান্ডিক্রাফটের ব্যবস্থাপনা পরিচালক উদ্যোক্তা শেখ আহমেদ উল্লাহ, সৈয়দপুর পৌরসভার হিসাবরক্ষক আবু তাহেরসহ সৈয়দপুরের আমদানি-রপ্তানীকারক ব্যবসায়ী ক্ষুদ্র ও কুটির শিল্পের নারী উদ্যোক্তারা।
ইমরান