
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ত্রিশালের দরিরামপুরে তিন দিনব্যাপী নজরুল জয়ন্তীর দ্বিতীয় দিনটি উদযাপিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
সোমবার (২৬ মে) বিকেলে দরিরামপুরস্থ নজরুল মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।
জেলা প্রশাসক মফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব হায়দার আলী, ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহামিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়া আহমেদ সুমন এবং ত্রিশাল সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
আলোচনায় স্মারক বক্তা হিসেবে অংশ নেন বিশিষ্ট লেখক, স্থপতি ও নাট্যকার শাকুর মজিদ।
অনুষ্ঠান শেষে নজরুল মঞ্চে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে কবির গান, কবিতা ও নৃত্যে মুখর হয়ে ওঠে মঞ্চ ও দর্শকাসন।
নুসরাত