ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভূমি সুরক্ষায় প্রজাদের আগ্রহ বাড়াতে তাড়াশে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

সংবাদদাতা, তাড়াশ, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৯:২০, ২৫ মে ২০২৫; আপডেট: ১৯:৫০, ২৫ মে ২০২৫

ভূমি সুরক্ষায় প্রজাদের আগ্রহ বাড়াতে তাড়াশে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫। রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি–চলতি দায়িত্বে) মো. নূরুল ইসলাম।

ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় তাড়াশ উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। মেলায় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলী, উপজেলার আটটি ইউনিয়নের সহকারী ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং অসংখ্য সেবা প্রত্যাশী প্রজা।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. নূরুল ইসলাম বলেন, “সকল প্রজারা যেন সহজে ও হয়রানি ছাড়াই ভূমি সংক্রান্ত সেবা পেতে পারেন, সে বিষয়ে আমাদের সদা সচেতন থাকতে হবে। ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন-২০২৩ এর ৬(৩) ধারা অনুযায়ী, নিয়মিত ভূমিকর প্রদানকারী প্রজার ভূমি অধিক সুরক্ষিত থাকে। তবে কেউ যদি কর প্রদানে গাফিলতি করেন, সে ক্ষেত্রে ভূমি নিয়ে প্রতারণার ঝুঁকি বাড়ে।”

তিনি আরও বলেন, “ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে এমন মেলার গুরুত্ব অনেক। তাই সকল প্রজাদের প্রতি আহ্বান, নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমি সুরক্ষিত রাখুন।”

মেলায় ভূমি সেবা প্রদানের পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ, প্রজাদের নানা জিজ্ঞাসার উত্তর প্রদান এবং ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য জানাতে পৃথক বুথ স্থাপন করা হয়েছে।

মিমিয়া

×