ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মহাসড়কে চাকার নয়,মৃত্যুর চাপ থ্রি হুইলার নিষিদ্ধে মিরসরাইতে মানববন্ধন

মিরসরাই প্রতিনিধি, চট্টগ্রাম 

প্রকাশিত: ১৩:১০, ২৫ মে ২০২৫; আপডেট: ১৩:৩৬, ২৫ মে ২০২৫

মহাসড়কে চাকার নয়,মৃত্যুর চাপ থ্রি হুইলার নিষিদ্ধে মিরসরাইতে  মানববন্ধন

দৈনিক জনকণ্ঠ

ঢাকা-চট্টগ্রামের মহাসড়ক মিরসরাইয়ে থ্রি হুইলার, সিএনজি ও ভটভটি চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মিরসরাইয়ের সচেতন নাগরিক ব্যানারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন।

রবিবার (২৫ মে) সকালে উপজেলা সদরে পুরাতন পল্লি বিদ্যুৎ সংলগ্ন মহাসড়কের সামনে থেকে মিছিল শুরু হয়ে ইউটার্ন হয়ে উপজেলা সড়কের সামনে শেষ হয়। এসময় তারা মহাসড়কের পাশে বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় ব্যস্ততম মহাসড়ক কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগের সৃষ্টি হয়। এসময়  সচেতন নাগরিকদের পক্ষে আব্দুল মান্নানের নেতৃত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম লিমন, দিদারুল আলম, মোশারফ হোসেন, মো. ইউনুস, আব্দুর রহিম শান্ত প্রমুখ।


মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন শ্রেণীপেশার মানুষ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ থ্রি হুইলার ও সিএনজি চলাচল করছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে মানুষের প্রাণহানিসহ অঙ্গ হানী হচ্ছে। সড়কে প্রতিদিন বাড়ছে লাশের মিছিল।

মহাসড়কে এসব থ্রি হুইলার চলাচল বন্ধে হাইকোর্টে নির্দেশনা থাকলে প্রশাসনের গাফিলতির কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। প্রশাসনের নীরবতার কারণে বাড়ছে দুর্ঘটনা। এতে আমরা বাস মালিক-শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছি।

সড়ক-মহাসড়ক থেকে সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে দ্রুত থ্রি হুইলার চলাচল বন্ধ করতে হবে। তারা আরও বলেন, আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবো। তাই দ্রুত এসব অবৈধ থ্রি হুইলার বন্ধে আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে তারা মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের কার্যালয়ে গিয়ে বিষয়টি জনগুরুত্বপূর্ণ হিসেবে অবহিত করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, মহাসড়কে তিন চাকার যান চলাচলে উচ্চ আদালত থেকে নিষেধাজ্ঞা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য জানাবো। এছাড়া সাধারণ জনগণ যেন এসব যান এড়িয়ে চলে সে বিষয়ে সচেতন হওয়ার অনুরোধ জানান।

হ্যাপী

×