ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সমাজসেবা অধিদফতর

যশোরে ৭ হাজার প্রান্তিক পেশাজীবী পাচ্ছেন তথ্য প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ১৯:২৮, ২৪ মে ২০২৫

যশোরে ৭ হাজার প্রান্তিক পেশাজীবী পাচ্ছেন তথ্য প্রশিক্ষণ

দৈনিক জনকণ্ঠ

যশোরের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর প্রায় সাত হাজার সদস্যকে প্রশিক্ষণ দেবে সমাজসেবা অধিদফতর। পাশাপাশি প্রান্তিক এই জনগোষ্ঠীর উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বিক্রির জন্য বিভাগীয় পর্যায়ে শোরুম স্থাপন করা হবে। শনিবার দুপুরে যশোরে সমাজসেবা অধিদফতরের আয়োজনে এক সেমিনারে এ তথ্য জানানো হয়।

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেস) প্রকল্পের’ এই অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক, উপসচিব অনিন্দিতা রায়। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতর যশোরের উপ-পরিচালক অসিত কুমার সাহা। বিশেষ অতিথি হলেন, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।

সভায় জানানো হয়, ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের’ ১ম ফেস সফলভাবে শেষ হওয়ায় এবার দ্বিতীয় ফেস শুরু হচ্ছে। এই ফেইজে যশোর জেলার ৬ হাজার ৯৩৯ জন প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এছাড়া শনাক্তকরণ ও ডাটাবেইজের আওতায় আনা হবে ১০ হাজার ৫৭৫ জনকে। প্রান্তিক এই পেশাজীবী শ্রেণির মধ্যে রয়েছেন, কামার, কুমোর, নরসুন্দর, নকশিকাঁথার কারিগর, স্বর্ণ কারিকর, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারক, কাসা পিতল পণ্য প্রস্তুতকারক, জুতোর কারিগর, লোকজ যন্ত্র কারিগর, শীতল পাটি ও শতরঞ্জি কারিগর। 

সভায় আরও জানানো হয়, প্রশিক্ষণের পাশাপাশি এই পেশাজীবীদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টিতে প্রত্যেক বিভাগে একটি করে শোরুম স্থাপন করা হবে। যেখানে তারা তাদের পণ্যসমূহ ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন। প্রথম ফেইজে ঢাকায় একটি শোরুম স্থাপন করা হয়েছে। 

সভায় প্রধান অতিথি বলেন, সরকার দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। পৃথিবীর অন্যান্য দেশে কোনো কাজকে ছোট করে দেখা হয় না। ৮ম শ্রেণি থেকে তারা কাজ শুরু করেন। পড়া শেষ করে চাকরি করতে হবে এমনটি ভাবা ঠিক নয়। একজন উদ্যোক্তা হয়ে প্রতিষ্ঠিত হতে হবে। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, তথ্য কর্মকর্তা এলিন সাঈদ-উর রহমান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।

হ্যাপী

×