
ছবি : জনকণ্ঠ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১৪ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ১২ জন ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিলেন। বুধবার সীমান্তের বাঘাডাঙ্গা ও কুসুমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তারা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন কিছু ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছেন। খবর পেয়ে বিজিবি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সে সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পুরুষ, নারী ও শিশুসহ ১২ জন এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ২ জনকে আটক করা হয়। তারা সবাই বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। আটককৃতদের বাড়ি বাংলাদেশে—বাগেরহাট, পিরোজপুর, যশোর ও খুলনা জেলায়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সা/ই