ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ হাট-বাজার উচ্ছেদ অভিযান

মো. ইমারত হোসেন, কালিয়াকৈর,গাজীপুর

প্রকাশিত: ১৮:০৫, ২১ মে ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ হাট-বাজার উচ্ছেদ অভিযান

দৈনিক জনকণ্ঠ

গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লি বিদ্যুৎ এলাকায় ফুটপাতসহ মহাসড়ক দখল করে অবৈধ হাট-বাজার  বসিয়ে ব্যবসা করে আসছে একটি চক্র।উচ্ছেদ হওয়ার কিছুক্ষণ পরই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারো চলছে অবৈধ হাটবাজার। এ যেন ইঁদুর বিড়াল খেলা।বসাচ্ছেন সিন্ডিকেট চক্র।

পুলিশের এমন ইঁদুর বিড়াল খেলায় মহাসড়কে যানজটে ভোগান্তির আশঙ্কা হচ্ছে পরিবহণ শ্রমিক, যাত্রী ও স্থানীয়রা। এলাকাবাসী, নিহত শ্রমিক-যাত্রী ও পুলিশ সূত্রে জানা  গেছে, দেশের অতি গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে একটি  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। এখান দিয়ে উত্তরবঙ্গের  যানবাহন চলাচল করে। অথচ কালিয়াকৈরের মৌচাক,  সফিপুর, পল্লীবিদ্যুৎ, চন্দ্রা ত্রিমোড়, বোর্ডঘরসহ বিভিন্ন পয়েন্টে ওভারপাসের নিচে ও ফুটপাতসহ এ মহাসড়কের ওপর  ভ্রাম্যমাণ দোকানপাট অবৈধ হাট-বাজার বসিয়ে চলছে রমরমা  ব্যবসা। এর মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়কের ওপর হাট-বাজার।

এলাকাবাসীর অভিযোগ, ইতঃপূর্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব ব্যবসা চালিয়ে আসলেও বর্তমান  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সিন্ডিকেটের  মাধ্যমে এ রমরমা ব্যবসা পরিচালিত করছে। এসব হাট-বাজারের  শত শত দোকান থেকে প্রতিদিন দোকান প্রতি ১৫০ থেকে  ২০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে বলেও ফুটপাতে বসা ব্যবসায়ীরা  জানায় । 

অভিযোগ রয়েছে, হাইওয়ে পুলিশসহ সড়ক সংশ্লিষ্ট কিছু  অসাধু কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করেই সিন্ডিকেট  চক্র এ ব্যবসা চালিয়ে আসছেন। আর সেজন্য মহাসড়ক ঘিরে  প্রকাশ্যে এভাবে অন্যায় অপরাধ সংঘটিত হলেও হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্টরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

কয়েকদিন আগে বৃহস্পতিবার প্রশাসনের উদ্যোগে মাইকিং করে রোববার এসব অবৈধ হাটবাজার উচ্ছেদ অভিযান চালায় হাইওয়ে পুলিশ। কিন্তু অভিযান চালিয়ে  উচ্ছেদ করার কিছুক্ষণ পরই হাইওয়ে পুলিশ  ও সড়ক বিভাগের লোকজনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে  আবার অবৈধ হাটবাজার বসিয়ে মোটামুটি টাকা আদায় করছে  সিন্ডিকেট চক্র।
 

ইদ যতই ঘনিয়ে আসছে  মহাসড়কে যানবাহনের চাপ  ততই বৃদ্ধি পেয়ে  মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। শিল্প-কারখানাগুলো একসঙ্গে ছুটি হলে এ মহাসড়কে চাপ বৃদ্ধি পেয়ে যানজট আরও তীব্র হয়ে উঠে। এসব হাটবাজার উচ্ছেদ করা না হলে আসন্ন ঈদযাত্রা স্বস্তিকর করতে প্রশাসনের নেয়া সব প্রস্তুতি নিষ্ফল হবে বলে সড়ক সংশ্লিষ্টরা  জানান।এছাড়াও অবৈধ যানবাহনের স্টেশন, যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী উঠানামা করানো যানজট সৃষ্টির অন্যতম কারণ। 

মহাসড়কে বসা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান নিয়ে ইঁদুর বিড়াল খেলার বিষয়ে  নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতার(ওসি)  রইছ উদ্দিন জানান, বিভিন্ন সময় মহাসড়কের ওপর থাকা অবৈধ হাটবাজার উচ্ছেদ করা হচ্ছে। শুনেছি, আবারও  হাটবাজার বসেছে, সেগুলো উচ্ছেদ করা হবে।  তবে এলাকার সচেতন মহল মনে করছে পুলিশের সদিচ্ছার উপর নির্ভর করবে ফুটপাতের উপর বসানো দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান।

হ্যাপী

×