
ছবি: জনকণ্ঠ
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইল এলাকায় অবস্থিত আমানা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিটি কম্পোজিট মিলস লিমিটেডের বন্ধ ঘোষিত কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ আইনানুগ সকল পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিটি কম্পোজিটের শ্রমিক জানে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন—বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক নূর ইসলাম আক্তার এবং ইউনিটি কম্পোজিটের শ্রমিক মো. শাহীন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ফতুল্লার কুতুবআইলের ইউনিটি কম্পোজিটের মালিক আইন-কানুনের তোয়াক্কা না করে হঠাৎ করে গত মার্চ মাসে কারখানা বন্ধ করে দিয়েছেন। কিন্তু শ্রমিকদের পাওনাদি এখনো পরিশোধ করা হয়নি। শ্রমিকরা চাকরি হারিয়ে দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন। বকেয়া বেতন-ভাতা ও আইনানুগ পাওনা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে চরম বিপদে মানবেতর জীবনযাপন করছেন। ঘরভাড়া দিতে না পারায় বাড়িওয়ালার অপমানের শিকার হচ্ছেন, মুদি দোকানে বাকির কারণে লাঞ্ছনার মুখোমুখি হতে হচ্ছে।
তাঁরা অভিযোগ করেন, শ্রমিকদের পাওনা নিয়ে টালবাহানা করে মালিকপক্ষ শ্রমিকদের হয়রানি করছে, যা কোনোভাবেই সহ্য করা হবে না। সংকট সমাধানে কলকারখানা অধিদপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। মালিকপক্ষ সরকারি দপ্তরগুলোকেও পাত্তা দিচ্ছে না।
নেতৃবৃন্দ আরও বলেন, সামনে ঈদ উপলক্ষে ইউনিটি কম্পোজিট শ্রমিকদের সংকট নিরসনে মালিকদের সংগঠন বিকেএমইএ ও সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঈদের আগেই সব শ্রমিকের বোনাস ও বকেয়া পরিশোধ করতে হবে, অন্যথায় তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
শহীদ