
ছবিঃ সংগৃহীত
হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় জয়রামকুড়া হাইস্কুল এন্ড কলেজের নবনির্মিত বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বন্যা আশ্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান।
কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক এ.কে.এম আমজাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, ঘোষবেড় জয়রামকুড়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আব্দুল কাদির, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মো: হাতেম আলী প্রমুখ।
মারিয়া