
প্রতীকী ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিজয় (২৫) নামে এক কাঠমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার লংগাইর ইউনিয়নের ফরিদপুর গ্রামে ঘটনাটি ঘটে। সে ওই এলাকায় মো: রব মিয়ার ছেলে। জানা যায়, গত দুই বছর আগে বিজয় বিয়ে করে। তাঁর একটি শিশু সন্তান রয়েছে আড়াই মাস বয়সী। পারিবারিক নানান অশান্তিতে ছিলেন। পারিবারিক কলহ লেগেই থাকতো বিজয়ের দাম্পত্য জীবনে। দাম্পত্য কলহের জেরে সোমবার দুপুরে বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায়। পরে কোন এক সময় বসতবাড়ির পাশে গাছে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্বজনরা গাছে তাঁর লাশ ঝুলতে দেখে পাগলা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
পাগলা থানার ওসি ফেরদৌস আহমেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নোভা