ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ঋণের চাপে নৈশ প্রহরীর আত্মহনন

রাজু মোস্তাফিজ, কুড়্রিগ্রাম। 

প্রকাশিত: ২০:২৮, ১৯ মে ২০২৫

ঋণের চাপে নৈশ প্রহরীর আত্মহনন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋণের চাপে বাদশা মিয়া (৪০) নামে এক চতুর্থ শ্রেণির কর্মচারি আত্মহত্যা করেছেন। 

জানা গেছে, সোমবার (১৯ মে) সকালে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাদশ মিয়া ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা চোত্তাবাড়ী এলাকার ইমাম আলীর ছেলে ও উত্তর কুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারি (নৈশপ্রহরী)। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হীরু। 

বাদশা মিয়ার বিভিন্ন ব্যাংক ঋণসহ এলাকার অনেক মানুষের কাছ থেকে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা ঋণ নেন। এসব ঋণের টাকা পরিশোধ করতে না পাড়ায় দিশেহারা হয়ে পড়েন তিনি। এ নিয়ে তার পরিবারের মাঝেও দেখা দেয় অশান্তি। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে কয়েক মাস ধরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। রোববার রাত সাড়ে ১০টার দিকে ইঁদুর মারার কিটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে তাকে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

রিফাত

×