
কুড়িগ্রামে দুর্যোগকালীন সময় জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই মে বুধবার সকাল ১০ টায় কুড়িগ্রাম টেরেডেস্ হোমস্ ফাউন্ডেশন সভা কক্ষে এই কর্মশালায় অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা লাইট হাউজ এর আয়োজনে এই কর্মশালায় জেলার ৪০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে দুর্যোগকালীন সময়ে প্রতিবেদন তৈরীতে সাংবাদিকদের ভূমিকা, সর্তকতা ও কৌশল আলোচনা করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন দৈনিক আজকাল লাইট হাউসের প্রধান নির্বাহী মো. হারুন অর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, দূযোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কমিউনিকেশন ও মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফ উল ইসলাম, লাইট হাউসের নারী বিষয়ক উপদেষ্টা ওয়াহিদা ইয়াসমিন, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক অর্থ সম্পাদক ও লাইট হাউসের ফোকাল পারসন মো. জাকির হুসাইন, প্রকল্প ব্যস্থাপক মনিরুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদক বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। সারা বছরই বিভিন্ন ধরনের দুর্যোগ লেগেই থাকে। বর্তমানে জলবায়ুর পরিবর্তনের অভিঘাতে সারা দেশে দুর্যোগ বৃদ্ধি পেয়েছে। এসব দুর্যোগ মোকাবিলায় সাংবাদিকের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই সাধারণ মানুষ থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকেন। অথচ দুর্যোগে সাংবাদিকতা বিষয়ে তেমন কোনো প্রশিক্ষণের ব্যবস্থা দেখা যায় না। এজন্য প্রয়োজন সরকারি-বেসরকারি পর্যায়ের নানা উদ্যোগ। গত চার দশকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুহার কমেছে। তবে বেড়েছে সম্পদহানিজনিত আর্থিক ক্ষয়ক্ষতি। এই ক্ষতি কমাতে গণমাধ্যমের সাহায্য অপরিহার্য।
রাজু