
ছবিঃ জনকণ্ঠ
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষি যান্ত্রীকিকরণের অংশ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ পদ্ধতিতে উৎপাদিত বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের পূর্ব রাজনগর এলাকায় ওই ধান কর্তন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা আক্তার ববি। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, সাইফুল ইসলাম খানসহ ইউনিয়নের সকল উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় ৬৭জন কৃষক ৫০ একর জমিতে এই পদ্ধতিতে চাষাবাদ করেন। কৃষি প্রণোদনা কর্মসূচির অর্থায়নে ব্রী-ধান ৯২ এর ৬শ কেজি বীজ ৫ হাজার ট্রেতে চারা উৎপাদন করে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা ৫০ একর জমিতে রোপণ করা হয়েছে। এতে অন্যান্য উপকরণের মধ্যে পটাশ ২.৫ টন, ডিএপি ২ টন, ইউরিয়া ৪.৫ টন সার কৃষকের জমিতে ব্যবহারের জন্য বিনামূল্যে প্রদান করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির অর্থায়নে সমলয়ে আবাদকৃত ৫০ একর জমি কম্বাইন্ড হার্ভেস্টর দিয়ে ধান কর্তন শুরু হয়েছে। এ পদ্ধতিতে বীজতলা তৈরি, চারা রোপণ ও ধান কাটা সবই যন্ত্রের মাধ্যমে হয়।
নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ বলেন, 'প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে জমি ও সময় অপচয়রোধে কৃষিকে যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে সমলয় চাষ। স্বল্প জমিতে প্লাস্টিকের ফ্রেমে বা ট্রেতে করে লাগানো যায় ধানের চারা। এই পদ্ধতির মাধ্যমে বর্তমানে কৃষিকে আধুনিকীকরণ করা হচ্ছে।
সাব্বির