ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

হত্যা ও নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রীনা আক্তার, নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া।

প্রকাশিত: ১৮:৪৩, ১৪ মে ২০২৫

হত্যা ও নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নে সংঘটিত ৫ আগস্টের ভয়াবহ সহিংসতার ঘটনায় দায়েরকৃত হত্যা ও নাশকতা মামলার আসামি মো. আলম মেম্বার (৪২)–কে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

আলম মেম্বার নাটাই উত্তর ইউনিয়নের ক্ষুদ্র-ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ড সভাপতি এবং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

গত ৫ আগস্ট বিকেলে নাটাই উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে অনেকেই হতাহত হয় ও পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনায় থানায় হত্যা, নাশকতা ও অস্ত্র আইনে একাধিক মামলা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, "৫ আগস্টের সহিংসতার পেছনে আলম মেম্বারের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি ছিলেন ঘটনার অন্যতম পরিকল্পনাকারী। তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"

তিনি আরও বলেন, "আইনের চোখে সবাই সমান। রাজনৈতিক পরিচয় দিয়ে কেউ অপরাধ ঢাকতে পারবে না। অপরাধ করলে তার জবাবদিহি করতেই হবে।"

স্থানীয়দের দাবি, আলম মেম্বার দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপটে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে জমি দখল, হুমকি, রাজনৈতিক প্রতিপক্ষ দমন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।

রিফাত

×