ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কৃষি জমি রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, ভেকু জব্দ

মোঃ সোহেল রানা, ধামরাই, ঢাকা

প্রকাশিত: ১৬:০৮, ১৪ মে ২০২৫

কৃষি জমি রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, ভেকু জব্দ

ছবি: দৈনিক জনকন্ঠ

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ফসলী জমির মাটি কাটার দায়ে একটি এক্সকেভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার (১৪ মে) এক্সকেভেটর (ভেকু) জব্দের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক। 

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার কুশুরা ইউনিয়নের বাইচাইল গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। এ সময় একটি এক্সকেভেটর (ভেকু) জব্দ করা হয়। তবে মাটি কাটার সাথে জরিত কাউকে জেল জরিমানা করা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক জানান, “ধামরাই উপজেলা প্রশাসন সব সময় ফসলী জমির রক্ষায় সচেষ্ট রয়েছে। এর আগেও প্রশাসন একাধিক স্থান এমন মোবাইল কোর্ট পরিচালনা করেছে।”

তবে ফসলী জমি রক্ষায় তাদের এ মোবাইল কোর্ট চলমান থাকবে বলেও জানান ইউএনও।

মিরাজ খান

×