ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

২ সন্তানের মাকে সঙ্গে নিয়ে পরকীয়ায় ধরা খেলেন যুবক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০১, ১৩ মে ২০২৫

২ সন্তানের মাকে সঙ্গে নিয়ে পরকীয়ায় ধরা খেলেন যুবক

নওগাঁর বদলগাছীতে গভীর রাতে দুই সন্তানের জননীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে গ্রামবাসীর হাতেনাতে ধরা পড়েন হৃদয় হোসেন (৩০) নামে এক যুবক।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক পরকীয়া প্রেমিক হৃদয় হোসেন উপজেলার কদমগাছী গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন শালিসে বসে । তাতে সমাধান না হওয়ায় ছেলে-মেয়ে উভয়কে থানা পুলিশের নিকট সোপর্দ করে। 

গ্রামবাসী ও থানা সূত্রে জানা যায়, হৃদয় হোসেন পরকীয়া সম্পর্ক তৈরী করে গোপালপুর গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রীর ঘরে প্রবেশ করে সোমবার দিবাগত রাতে। বিষয়টি পাড়া প্রতিবেশী টের পেলে হৃদয়কে অপ্রীতিকর কাজে হাতে নাতে আটক করে। এ সময় উপস্থিত লোকজন ঐ নারীসহ দুজনকেই বেঁধে রাখে। স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় পরবর্তীতে তাদের থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান বলেন, তাদের নিয়ে আসা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

রাজু

×