
গণঅধিকার পরিষদ রাজশাহী জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শেখ মোহাম্মদ আজিজুর রহমান বাচ্চুকে সভাপতি এবং তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে আগামী এক বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গণঅধিকার পরিষদ রাজশাহীতে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমি রাজশাহীবাসীকে একটি সুস্থ, আদর্শভিত্তিক ও ইতিবাচক রাজনীতির পরিবেশ উপহার দিতে চাই। আমাদের লক্ষ্য গণঅধিকার পরিষদকে রাজশাহীর জনগণের বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা।
কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি, শহীদ ইবনে শাহাদাত, সহ-সভাপতি কামরুল হাসান রাসেল, কৃষিবিদ মো. হাফিজুর রহমান, ফিরোজ কবির, নাহিদা খাতুন, এ.এইচ.এম ইয়াকুব আলী (জনি), সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন (আলমগীর), দপ্তর সম্পাদক মোত্তাসিন বিল্লাহ শাওন, অর্থ সম্পাদক রায়হানুল হক বাপ্পী, প্রচার সম্পাদক মোঃ বিশাল আহম্মেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জনাব আলী
আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোরছালিন।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা আশাবাদ ব্যক্ত করেছেন, এই কমিটির মাধ্যমে রাজশাহী জেলায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে।
রিফাত