ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

নান্দাইলে জামায়াত সমর্থিত প্রার্থী বিডিপি’র চেয়ারম্যান চাঁন

নিজস্ব সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ

প্রকাশিত: ২০:৫৭, ১৩ মে ২০২৫

নান্দাইলে জামায়াত সমর্থিত প্রার্থী বিডিপি’র চেয়ারম্যান চাঁন

ছ‌বি: জনকণ্ঠ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) সংসদীয় আসনে অ্যাডভোকেট একে এম আনোয়ারুল ইসলাম চাঁনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি নবগঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান।

প্রার্থিতা ঘোষণার পর মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে জামায়াতের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন।

জানা গেছে, আনোয়ারুল ইসলাম চাঁনের বাড়ি নান্দাইল পৌরসভার চারআনিপাড়া মহল্লায়। তিনি এ এফ এম ইসহাকের চতুর্থ সন্তান। পুরো পরিবারই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

২০২২ সালের ১ মার্চ তিনি “বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)” নামে একটি দল গঠন করেন। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি দলটি নিবন্ধন পায় এবং তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দলীয় কার্যক্রম শুরু করেন। দলটির প্রতীক ফুলকপি।

এ বিষয়ে নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী সামছুদ্দিন বলেন, “আনোয়ারুল ইসলাম চাঁনকে কেন্দ্রীয়ভাবে মনোনয়নের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আমরা আজ তাকে দলের প্রার্থী হিসেবে স্বাগত জানিয়েছি।”

এম.কে.

×