
গাজীপুরের কালিয়াকৈরের ঢালজোড়া এলাকায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন অভিযান আজ মঙ্গলবার পরিচালিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মৎস্য কর্মকর্তা জানান, সবসময়ই মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ উপজেলার ঢালজোড়া ইউনিয়নের পুরাডাঙ্গা বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে প্রায় এক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করতে পারলেও যারা এসব জাল দিয়ে মাছ ধরে তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জালের মূল্য প্রায় দেড় লাখ টাকা হবে। পরে আটককৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার আহাম্মেদের উপস্থিতিতে উপজেলা মৎস্য অফিসের পাশে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এসব কারেন্ট জাল দিয়ে মাছের রেনু পোনা থেকে শুরু করে সকল প্রকারের মাছ ধরা যায়। এসব জাল দিয়ে এভাবে রেনু পুনা ধরা হলে দেশে মাছের অভাব দেখা দিবে। এক সময় মাছ বংশবিস্তার করতে পারবে না এবং এলাকায় মাছ পাওয়া যাবে না। তিনি সবার প্রতি অনুরোধ রাখেন তারা যেন এসব জাল দিয়ে মাছ নিধন না করে। এ বিষয়টি যাতে এলাকার জনগণ অবগত হতে পারেন তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি অনুরোধ করেন এসব অপরাধ থেকে যেন মানুষ দূরে থাকে। তারা যদি এসব অপরাধ থেকে দূরে না থাকে তাহলে প্রাকৃতিক জলাধার রক্ষা করা সম্ভব হবে না এবং মাছের অভাব পূরণ করাও সম্ভব হবে না। সবার প্রতি আস্থা রাখেন সবাই যেন আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করেন। আজকের এই অভিযান একটি চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান চলমান থাকবে।
অভিযানকালে মৎস্য অফিসের সরকারি ফিল্ড অফিসার মোহাম্মদ মুসলেহ্ উদ্দিনসহ মৎস্য অফিসের অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।
রাজু