
ছবি:সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত চার শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা দলটির সহযোগী সংগঠন ও স্থানীয় সরকার পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
মঙ্গলবার সকালে রায়পুর পৌর এলাকার পৃথক অভিযান চালিয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসের বাবু এবং সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “চার আগস্ট লক্ষ্মীপুর শহরে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তারা সরাসরি অভিযুক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”
প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরে ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় চারজন শিক্ষার্থী নিহত হন এবং আহত হন আরও অন্তত ১৫ জন। রক্তাক্ত ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার পরপরই প্রশাসন অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। তবে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে রায়পুরে হদিস মেলে দুই আলোচিত ব্যক্তির।
স্থানীয়দের মতে, এই গ্রেপ্তারের মাধ্যমে তদন্তে নতুন গতি আসবে এবং নিহত ছাত্রদের পরিবার ন্যায্য বিচার পাওয়ার আশায় নতুন করে আশাবাদী হবেন। তবে এই গ্রেপ্তার রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোড়ন তুলেছে।
আলীম