
ছবি: জনকণ্ঠ
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। মঙ্গলবার (১৩ মে) ভোর আনুমানিক ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান তিনটি হলো— বিশ্বাস এন্টারপ্রাইজ, ঢাকা হার্ডওয়্যার এবং মেসার্স আবুল কাশেম মণ্ডলের বাঁধাই মালামালের গুদাম। ব্যবসায়ীদের দাবিমতে, এই ঘটনায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক মো. বাসির উদ্দিন জানান, আগুনে তার দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা।
একইভাবে ঢাকা হার্ডওয়্যারের মালিক মো. সোহেল সরদার জানান, তার দোকানে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে, আবুল কাশেম মণ্ডলের গুদামে থাকা পণ্য পুড়ে প্রায় ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শী সোমর সাহা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
কালুখালী ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর জিল্লুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এম.কে.