ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

পরিবারের সাথে নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এনামুল হক এনা, উপকূলীয় প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ২০:২৩, ১৩ মে ২০২৫

পরিবারের সাথে নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপকূলীয় জেলা পটুয়াখালীর মির্জাগঞ্জে বেড়েরধন নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মুবিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকার রাকিব আকনের ছেলে শিশু মুবিন।

জানা যায়, নিহত মুবিনের দাদা ও পিতা মো: লিটন আকনসহ পরিবারের কয়েকজন একত্রে বাসার কাছে বেড়েরধন নদীতে লাইফ জ্যাকেট পড়ে গোসল করতে নামে। সাঁতার কাটা অবস্থায় লাইফ জ্যাকেটে ছুটে সকলের অগোচরে পানির নিচে তলিয়ে যায়। কিছুক্ষণ পরে শুধু লাইফ জ্যাকেট ভাসতে দেখে স্বজনরা চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি করে ফায়ার সার্ভিসে খবর দেয়।

এ সময় ডুবুরি ও স্থানীয় লোকজন প্রায় ২০ মিনিট খোঁজাখুঁজি শেষে নদীর মাঝে তলদেশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হাওলাদার বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

রাজু

×