
ছবি: জনকণ্ঠ
বউয়ের নানা আবদার পূরণ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গার্মেন্টস কর্মী এক যুবক স্বামী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার টঙ্গীর বিসিক এলাকায়। নিহতের নাম মুহিদুল ইসলাম মধু মোল্লা (২৮)। নিহতের মরদেহের সাথে থাকা একটি চিরকুট উদ্ধার করে টঙ্গী পূর্ব থানার এসআই সৈয়দ বায়েজিদ জানান, চিরকুটে লেখা ছিল, "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, সবাই আমাকে ক্ষমা করে দিও।"
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামী স্ত্রী পেশায় দুজনই গার্মেন্টস কর্মী। সাংসারিক খুঁটিনাটি বিষয়াদি নিয়ে মধু মোল্লা ও তার স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগে থাকত। স্ত্রী সাংসারিক ও কেনাকাটায় নিজ চাহিদার নানা আবদার করতো স্বামীর কাছে। স্বামী মধু মোল্লা তা পূরণে ব্যর্থ হতো।
আজ বৃহস্পতিবার ঝগড়ার জেরে তার স্ত্রী গার্মেন্টসে চলে গেলে দুপুরের দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেচিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে স্বামী মধু মোল্লা। তার দেশের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শিলটা গ্রামে। পিতার নাম আবুল কাশেম মোল্লা।
আবীর