ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নারী সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে নারীদের মানববন্ধন

প্রকাশিত: ১১:৪৮, ৮ মে ২০২৫; আপডেট: ১১:৫২, ৮ মে ২০২৫

নারী সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে নারীদের মানববন্ধন

ছবি : সংগৃহীত

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে আজ ৮ই মে, জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ‘সম্মিলিত নারী প্রয়াস’ ব্যানারে একদল নারী। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী নারীরা কমিশনের প্রস্তাব বাতিলের দাবি জানান।

 

 

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা জানান, প্রস্তাবিত নারী বিষয়ক সংস্কার কমিশন ইসলাম ধর্ম অনুযায়ী নারীদের যে সম্মান ও মর্যাদা রয়েছে, সেটিকে ক্ষুণ্ন করবে। তারা আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের সংস্কার পারিবারিক বন্ধন এবং সামাজিক সৌন্দর্যকে ব্যাহত করতে পারে।

 

 

বক্তব্যে আরো বলা হয়, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নারীর অধিকার সংরক্ষণের পরিবর্তে বরং সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছে। তারা দ্ব্যর্থহীনভাবে বলেন, কোরআনের নির্ধারিত নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের নেই এবং দুটি ভিন্ন নিয়ম একই দেশে চলতে পারে না।

মানববন্ধনে চিকিৎসক,ও শিক্ষিকাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা সবাই একমত হয়ে বলেন, এই সংস্কার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং একে বাতিল করা উচিত।

 

 

মানববন্ধনটি এখনো চলমান রয়েছে এবং আয়োজকরা জানান, তাদের দাবিগুলো আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
 

 

সূত্র:https://youtu.be/ODNztWfUekw?si=3Z4sde3IeErr4bcZ

আঁখি

×