
ছবি: জনকণ্ঠ
রাঙ্গামাটি বিআরটিএ অফিসে নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে রাঙ্গামাটি জেলা দুনীতি দমন কমিশন( দুদক) অভিযান চালিয়েছেন।
বুধবার দুদক রাঙ্গামাটি সমন্মিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে দুদকের ৩ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেছেন।
অভিযান পরিচালনা কালে বিএরটিএ অফিসের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে তা যাচাই বাচাই করেছেন। দুদক সূত্রে জানা গেছে ,এই সময়ে নানা অনিয়ম তাদের টিমের নিকট ধরা পড়েছে। তদন্তে প্রাথমিক সত্যাতা পাওয়া গেছে বলে সূত্রটি জানায়। সেবা গ্রহিতাদের সুন্দর সেবা নিশ্চিত করার জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
অভিযানে পাওয়া অনিয়মের রেকডপত্র যাচাই করে কমিশন বরা বরে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবেন বলে দুদক কর্মর্তারা জানান।
শহীদ