
ছবি: সংগৃহীত
গরু দেওয়ার প্রলোভনে গ্রামবাসীর কাছ থেকে টাকা নিয়ে আত্মগোপনে চলে গেছেন বরগুনার তালতলী উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ান আব্দুল কাদের। দুই মাস ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মরানিদ্রা এলাকার অন্তত ৩৫ জন দরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে গরু দেওয়ার কথা বলে প্রতিজনের কাছ থেকে বিকাশে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা আদায় করেন আব্দুল কাদের। তিনি জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করে সরকারি ‘কৃত্রিম প্রজনন’ প্রকল্পের আওতায় গরু দেওয়ার আশ্বাস দেন। কিন্তু গরু না দিয়ে নানা অজুহাত দিয়ে সময়ক্ষেপণ করেন এবং গত ফেব্রুয়ারি থেকে আর কর্মস্থলে আসছেন না।
ভুক্তভোগী পারভীন বেগম বলেন, চলতি জানুয়ারিতে আব্দুল কাদের গরু দেবে বলে আমার কাছ থেকে ঘুষ নেয়। ধার করে টাকা দিয়েছিলাম, এখনও কিছু পাইনি।
বেল্লাল খান নামে এক ভুক্তভোগী জানান, তিনি বিধবা, প্রতিবন্ধী ও ক্যান্সার আক্রান্তদের কাছ থেকেও টাকা নিয়েছেন। এখন দুই মাস ধরে লাপাত্তা।
অভিযোগ রয়েছে, কাদেরের পরিবারের কাছে গিয়ে ভুক্তভোগীরা হুমকিরও শিকার হয়েছেন। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
তালতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাদেকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি অনুপস্থিত থাকায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি। তালতলী থানাকে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
এসএফ