
ছবি: সংগৃহীত
ফেনীর সোনাগাজী উপজেলায় ছোট ফেনী নদীর দুই তীরে দেখা দিয়েছে তীব্র নদীভাঙন। গত বছরের বন্যায় মুসাপুর রেগুলেটর ভেঙে পড়ার পর থেকে জোয়ারের পানির তোড়ে প্রতিদিন ভেঙে যাচ্ছে বাড়িঘর, কৃষিজমি, মসজিদ, মাদ্রাসা, সড়কসহ নানা অবকাঠামো। ফলে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয়রা।
ভাঙনের কবলে পড়েছে প্রায় ২৭ কিলোমিটার এলাকা। চরদরবেশ, বগাদানা, চর মজলিসপুরসহ বেশ কিছু এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, রাস্তা-ঘাটসহ শত শত ঘরবাড়ি ও জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সহায়-সম্পদ হারিয়ে অনেকেই আশ্রয়ের খোঁজে ছুটছেন অন্যত্র।
স্থানীয়দের অভিযোগ, স্থায়ী সমাধান না করে বারবার প্রকল্প দেখিয়ে সরকারি বরাদ্দ লোপাট করা হচ্ছে। নদী ভাঙন রোধে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, নদীভাঙন রোধে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘বি-স্ট্রং’ প্রকল্পের আওতায় ছোট ফেনী নদীর ১৩ কিলোমিটার সংরক্ষণে ১৫৫ কোটি টাকার প্রস্তাবনা অনুমোদিত হয়েছে। খুব শীঘ্রই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানান তিনি।
এসএফ
প্যানেল