ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

হবিগঞ্জে রিপোর্টে স্বাক্ষর জাল: ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ

প্রকাশিত: ২১:০৪, ৩ মে ২০২৫; আপডেট: ২১:২৫, ৩ মে ২০২৫

হবিগঞ্জে রিপোর্টে স্বাক্ষর জাল: ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

হবিগঞ্জ জেলা শহরের কোর্ট স্টেশন রোড এলাকায় অবস্থিত 'মায়ের হাসি' ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষর জাল করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সেন্টারটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (৩ মে) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডা. মদিনা, সেনাবাহিনীর সদস্য ও হবিগঞ্জ সদর মডেল থানার একটি পুলিশ দল।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস জানান, "অভিযানকালে সেন্টারে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। বিশেষ করে, ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষর জাল করে রোগীদের হাতে রিপোর্ট তুলে দেওয়ার বিষয়টি গুরুতর অপরাধ। এজন্য সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা এবং সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।"

অভিযান চলাকালে সেন্টারে দালালদের উৎপাত, রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় এবং কর্মীদের অশোভন আচরণ সম্পর্কেও একাধিক অভিযোগ উঠে আসে। উপস্থিত রোগী ও তাদের স্বজনরা এসব বিষয়ে সরাসরি অভিযোগ করেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেনাবাহিনীর সদস্যরা ৫ জন রোগীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফেরত দিয়ে দেন।

প্রশাসনের এমন পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেন অনেক রোগী ও স্থানীয় সচেতন নাগরিকরা। তারা জানান, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর অব্যবস্থাপনা ও অনিয়ম বন্ধে নিয়মিত মনিটরিং জরুরি।

এসএফ 

×