
ছবি: সংগৃহীত
ফরিদপুরের সালথায় মোহাম্মদ জিসান (১৭) নামে এক তরুণ শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরন করেছে। নিহত জিসান জেলার সালথা উপজেলার মোড়ের হাট গ্রামের হেলাল খাঁনের পুত্র।
জানা গেছে, জিসান মোটরসাইকেল নিয়ে সালথা ফিডার রোড দিয়ে নিজ বাড়ি থেকে সালথা যাচ্ছিলো। বেলা সাড়ে ১২ টার দিকে গট্টি ইউনিয়ন এর গট্টি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন এর মুখোমুখি সংঘর্ষে সে মারাত্মক আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আজ শুক্রবার (২ মে) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ বর্তমানে হাসপাতালের জরুরী বিভাগে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিহাব