ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

অগ্নিকাণ্ডে ফার্নিচার কারখানা পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

শহিদুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত: ১৫:১৩, ২ মে ২০২৫

অগ্নিকাণ্ডে ফার্নিচার কারখানা পুড়ে ছাই, ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

ছবি: দৈনিক জনকণ্ঠ

রাজবাড়ীর পাংশায় ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্প‌তিবার রাত সাড়ে ১০ টার দি‌কে পৌর শহ‌রের বা‌রেক মোড় এলাকার আনোয়ার কবি মার্কেটে এ ঘটনা ঘ‌টে । 

অগ্নিকাণ্ডে ফাতেমা ফার্নিচারের কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়াও ফার্নিচার কারখানার পূর্বপাশে আয়াশ রেস্টুরেন্টের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। সে সময় ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। স্থানীয় লোকজন এবং পাংশা ও কালুখালীর ফায়ার সা‌র্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফাতেমা ফার্নিচারের স্বত্বাধিকারী মো: হারুনার রশিদ জানান, রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরে খবর পান তার দোকানে আগুন লেগেছে। দ্রুত দোকানে এসে দেখেন কারখানায় আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর পরে দেখন কারখানায় প্রস্তুত করে রাখা ফার্নিচার ও দামি কাঠ পুড়ে গেছে। তিনি আরও জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় তার প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এখন তিনি নিঃস্ব প্রায়।

আয়াশ রেস্টুরেন্টের মালিক তৈমুর হাসান বিপ্লব জানান, অগ্নিকাণ্ডে তার রেস্টুরেন্টের রান্নাঘরের বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে গেছে। 

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশ‌নের সাব স্টেশন অ‌ফিসার মোঃ বা‌কী বিল্লাহ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক প‌রিমাণ তদন্ত শে‌ষে বলা যা‌বে।

ফারুক

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার