
ছবি: জনকণ্ঠ
কুষ্টিয়ার মিরপুরে মাঠ থেকে ধান নিয়ে ফেরার পথে বজ্রপাতে আব্দুল কুদ্দুস টুনু (২৮) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কুদ্দুস একই ইউনিয়নের মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস স্টিয়ারিংচালিত ট্রলি নিয়ে ছাইবাড়ীয়া বিল থেকে ধান আনতে যান। পথে চারমাইল এলাকায় পৌঁছালে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মিরপুর উপজেলার ছাইবাড়ীয়া বিলের মাঠে বজ্রপাতে আব্দুল কুদ্দুস নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।”
শহীদ