ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে রেলপথ অবরোধের পর মশাল মিছিল

জামাল বাদশা, লালমনিরহাট

প্রকাশিত: ২৩:৪৫, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৪৬, ২৬ এপ্রিল ২০২৫

বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে রেলপথ অবরোধের পর মশাল মিছিল

ছবি: জনকণ্ঠ

লালমনিরহাটের হাতিবান্ধায় বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে মশাল মিছিল করেছে বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন পরিষদ।

শনিবার(২৬ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে হাতিবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় এ মশাল মিছিল করে সংগঠনটি। এসময় মিছিলে
স্থানীয় সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক বিভিন্ন দলসহ দুই শতাধিক সাধারণ মানুষ অংশ নেয়।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন পরিষদ। সমাবেশে সমন্বয়ক ফারুক হোসেন নিশাত, শামসুল আলম বুলেট, ফিরোজ হোসেন ও নজরুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বুড়িমারী এক্সপ্রেস নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ নানা তালবাহনা করছে উল্লেখ করেন।

বক্তারা বলেন, বহুল প্রতীক্ষিত বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি গত বছরের ১২ মার্চ চলাচল শুরু করে। তবে নাম বুড়িমারী এক্সপ্রেস হলেও ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা নিয়মিত চলছে। ট্রেনটি চলাচল শুরুর পর থেকে লালমনিরহাটের হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলাবাসী বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবি জানিয়ে তিন দফা অবরোধ, অবস্থান, মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ বুড়িমারী থেকে বুড়িমারী এক্সপ্রেস চালুর আশ্বাস দেয়। কিন্তু সে আশ্বাস শুধুমাত্র আশ্বাসেই সীমাবদ্ধ থেকে যায়। তাই আর আশ্বাস নয় দ্রুত বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালু করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। এছাড়া আগামী সোমবারের পূর্বে দাবি আদায়ে দৃশ্যমান পদক্ষেপ না পেলে রেলপথের পাশাপাশি সড়কপথ অবরোধ করার হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য গত ২১ এপ্রিল থেকে লালমনিরহাট-বুড়িমাড়ী রেলপথে রেল চলাচল বন্ধ রয়েছে। পাটগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে এক সমাবেশের পর রেলপথ অবরোধের ঘোষণা দেয় অবরোধকারীরা। এরপর থেকে এই রেলপথে নিয়মিত চলাচলকারী চার জোড়া ট্রেন বন্ধ রয়েছে।

রবিউল হাসান

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার