ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হাওরে বিষটোপ খেয়ে ৫০০ হাঁসের মৃত্যু

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৪:৪৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

হাওরে বিষটোপ খেয়ে ৫০০ হাঁসের মৃত্যু

ছবি: সংগৃহীত

বাংলাদেশের দ্বিতীয় রামসার এলাকা ও অতিথি পাখির অভয়ারণ্য খ্যাত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারিদের রাখা বিষটোপ খেয়ে এক খামারির পাঁচ শতাধিক হাঁস মারা গেছে। মৃত্যু ঝুঁকিতে রয়েছে আরও শতাধিক হাঁস। সোমবার টাঙ্গুয়ার হাওরের তাহিরপুর উপজেলা অংশের রৌয়া বিলে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন। এ ঘটনায় পাখি শিকারীদের বিরুদ্ধে তাহিরপুর থানায় অভিযোগ করেছেন হাঁসের খামার মালিক তাহিরপুর উপজেলার মন্দিয়াতা গ্রামের সুজন মিয়া। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গুয়ার হাওরপাড়ের মন্দিয়াতা গ্রামের সুজন মিয়া ঋণ করে বাড়ির পাশে ১১০০ হাঁস দিয়ে একটি খামার করেন। হাঁসগুলো প্রতিদিনের ন্যায় সোমবার টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে খাবারের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। দুপুরে খামারের রাখাল কিছু হাঁস মরে পানিতে ভাসতে দেখেন। এরপর বিল থেকে প্রায় পাঁচ শতাধিক মৃত হাঁস উদ্ধার করা হয়। 

মন্দিয়াতা গ্রামের শাহেদ আলীসহ কয়েকজন জানান, একই গ্রামের সাইকুল ইসলামের ছেলে আহাম্মদ মিয়া, জালাল মিয়ার ছেলে জনিক মিয়া ও নুর ইসলামের ছেলে নেহার মিয়া প্রায়ই টাঙ্গুয়ার হাওরের রৌয়াসহ বিভিন্ন বিলে বিষটোপ দিয়ে পাখি শিকার করেন। তাদের বিষ মেশানো ধান খেয়ে খামারি সুজন মিয়ার পাঁচ শতাধিক হাঁস মারা যায় এবং আরও শতাধিক হাসঁ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। এখন হাওরের পানি ব্যবহার করতেও ভয় হয় স্থানীয়দের।

তবে অভিযোগ অস্বীকার করে জনিক মিয়া দাবি করেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না, তিনি নেত্রকোণার কলমাকান্দায় আছেন। তবে তাদের গ্রামে বিষটোপ দিয়ে পাখি শিকারের একাধিক গ্রুপ রয়েছে জানান তিনি।

ক্ষতিগ্রস্ত খামার মালিক সুজন মিয়া জানান, ঋণ করে বাড়ির পাশেই ১১০০ হাঁসের একটি খামার করেছিলেন তিনি। টাঙ্গুয়ার হাওরে বিষটোপ দিয়ে পাখি শিকার করার জন্য গ্রামের বাসিন্দা নেহার, আহম্মদ ও জনিক মিয়া ধানের সাথে বিষ মিশিয়ে রেখে দিলে এই বিষ খেয়ে ৫০০ হাঁস মারা গেছে। মৃত্যুর ঝুঁকিতে রয়েছে আরও শতাধিক হাঁস। অনেকগুলো হাঁস মারা যাওয়ায় তিনি ক্ষতির সন্মুখিন হয়েছেন।  
 
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে পাখি মারার বিষটোপ দিয়ে একজন খামারির কয়েক শত হাঁস মারার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শহীদ

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার