ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

ফরিদপুরে অবৈধ ইটভাটার‌ বিরুদ্ধে ‌অভিযান

আবিদুর রহমান নিপু, ফরিদপুর।

প্রকাশিত: ২২:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ফরিদপুরে অবৈধ ইটভাটার‌ বিরুদ্ধে ‌অভিযান

ফরিদপুরের মধুখালী উপজেলায় আজ, বৃহস্পতিবার, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফজলে রাব্বী এর নেতৃত্বে জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও অন্যান্য কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।

মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক টিপু সুলতান প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)" অনুযায়ী দুইটি অবৈধ ইটভাটাকে জরিমানা করা হয়েছে।

অভিযানে জরিমানা ধার্য করা ইটভাটাগুলি:

১) মেসার্স এস এস বি ব্রিকস
প্রো: মো. সাব্বির শেখ, দড়ি বাজার, মধুখালী, ফরিদপুর
জরিমানা: ২,০০,০০০/- টাকা

২) মেসার্স এম এম কে বি ব্রিকস
প্রো: মিটুল শেখ, গোমারা, মধুখালী, ফরিদপুর
জরিমানা: ৫০,০০০/- টাকা

এছাড়া, অভিযানে ইটভাটার আগুন ও কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয় এবং এসব ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

ফরিদপুর জেলার অবৈধ ইটভাটা ও পরিবেশদূষণকারী সকল কারখানা/প্রকল্পের বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

নুসরাত

×