ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের জন্য সর্তকবার্তা

নির্বাচন অফিসে এসে ধরা পড়লেন রোহিঙ্গা নাগরিক

নিজস্ব সংবাদদাতা,পটিয়া

প্রকাশিত: ১৬:২৩, ৯ জানুয়ারি ২০২৫

নির্বাচন অফিসে এসে ধরা পড়লেন রোহিঙ্গা নাগরিক

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় নির্বাচন অফিসে এসেই ধরা পড়েছেন এক রোহিঙ্গা নাগরিক। তার নাম  মোহাম্মদ সাবেদ (৪০)। সে মায়ানমারের বুতিদং মুনিং এলাকার আবদুল হাকিমের পুত্র। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আরেক রোহিঙ্গা নাগরিক আনোয়ার কামালের ভোটার কার্ড যাচাই করতে গেলে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ধরা পড়েন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান জিজ্ঞাসাবাদ করে সত্যতা পাওয়ায় তাকে আটক করেন। আটককৃত ওই রোহিঙ্গা নাগরিক  পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র।  

জানা গেছে, আরেক রোহিঙ্গা নাগরিক আনোয়ার কামাল পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের বাসিন্দা দেখিয়ে ভোটার হন। তার ভোটার নং- ৬৯০৮৩১৪৭৬৫। রোহিঙ্গা এ নাগরিকের ভোটার কার্ড নির্বাচন কমিশনের সার্ভারে লক করে রাখা হয়। যার কারনে আনোয়ার কামাল নাগরিক সেবা বন্ধ হয়ে যায়। সে নিজে নির্বাচন অফিসে না গিয়ে রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ সাবেদকে পটিয়া উপজেলা নির্বাচন অফিসে পাঠান। এসময়  নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলামের সন্দেহ হলে তিনি নির্বাচন কমিশনের সার্ভারে ঢুকে দেখতে পান আনোয়ার কামালের আইডি লক। এসময় সাবেদকে জিজ্ঞাসাবাদ করলে সে মায়ানমারের নাগরিক বলে স্বীকার করেন। সাবেদ কক্সবাজারের বালু খালী ক্যাম্প-১৮  ও আনোয়ার কামাল ক্যাম্প-১৭ এর বাসিন্দা। দুইজনেই রোহিঙ্গা নাগরিক।

পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন, আনোয়ার কামাল ও মোহাম্মদ সাবেদ দুইজনেই রোহিঙ্গা নাগরিক। তারা কক্সবাজার ক্যাম্প-১৭ ও ক্যাম্প-১৮ এর বাসিন্দা। সেখান থেকে পালিয়ে তথ্য গোপন করে ভোটার হয়েছেন। এর মধ্যে আনোয়ার কামালের আইডি সার্ভারে লক থাকায় নাগরিক সেবা বন্ধ রয়েছে। আটককৃত সাবেদ নির্বাচন অফিসে তথ্য যাচাই করতে গেলে সন্দেহ হয়। পরে আটক করে পুলিশে সোর্পদ করেন। 

পটিয়া থানার উপ পরিদর্শক ইয়ামিন সুমন জানিয়েছেন, এক রোহিঙ্গার নাগরিক সেবা বন্ধ থাকায় নির্বাচন অফিসে যাচাই করতে গেলে ধরা পড়েন। এসব রোহিঙ্গার কারণে পটিয়ায় নানা অপরাধের ঘটনা ঘটছে। 
 

বিকাশ চৌধুরী /মো. মহিউদ্দিন

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার