ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বঙ্গবন্ধুর ম্যুরালসহ গুড়িয়ে দেওয়া হলো জাতীয় চার নেতার ছবি

প্রকাশিত: ০১:২২, ৩১ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর ম্যুরালসহ গুড়িয়ে দেওয়া হলো জাতীয় চার নেতার ছবি

ছবি সংগৃহীত

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং জাতীয় চার নেতার ছবি সম্বলিত ম্যুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছে কিছু অজ্ঞাতনামা ব্যক্তি। সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভেকু মেশিন ব্যবহার করে এ ঘটনা ঘটানো হয়।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হঠাৎ একটি ভেকু মেশিন পৌর উদ্যানে প্রবেশ করে মুক্তমঞ্চের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালটি ভাঙা শুরু করে। এর আগে ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের সময় ম্যুরালের এক পাশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সোমবার রাতে সেটি পুরোপুরি ধ্বংস করা হয়। একইসঙ্গে জাতীয় চার নেতার ছবি সম্বলিত ম্যুরালটিও গুড়িয়ে দেওয়া হয়।  

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, "আমাদের কাছে এ ঘটনার কোনো তথ্য নেই। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।"  

আশিকুর রহমান

×