ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ০০:৫২, ৩০ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের হরিপুরের মাদক কারবারি নুর হোসেন ডিশ মনির এর আস্তানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১৭ বোতল ফেন্সিডিল নগদ দুই লাখ নয়য় হাজার ৬০০ টাকাসহ ০২ জনকে  গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার মাদকবিরোধী অভিযানে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ নুর হোসেনের স্ত্রী মোসা ফাতেমা বেগম এবং নুর হোসেনের ভাই মোঃ মনির হোসেন ওরফে ডিশ মনির।  

ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম এর সার্বিক নির্দেশনায় এবং ঢাকা মেট্রো কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মানজুরুল ইসলাম এর তত্ত্বাবধানে কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ মতিঝিল সার্কেলের পরিদর্শক মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে ঢাকা মেট্রো কার্যালয়ের একটি বিশেষ দল যৌথবাহিনীর সহযোগিতায় এই মাদক কারবারীদের আটক করে।

এই চক্রের ঢাকার বিভিন্ন স্থানে ইয়াবা ফেন্সিডিল সরবরাহের তথ্য পেয়ে গতকাল রাতে যৌথবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে নুর হোসেন পালিয়ে যায়। সেখানে থেকে মাদক ও নগদ অর্থসহ তার স্ত্রী এবং ভাইকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশ্লিষ্ট ধারায় নারায়নগঞ্জ বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তানজিলা

×