ঢাকার দোহার উপজেলার পৌরসভা এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ছেলের অভিভাবক বাচ্চু মিয়া (৫৬) নামের একজনকে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান বাল্যবিবাহ ভেঙ্গে দিল প্রশাসন। শনিবার (৯ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোঃ মামুন খান এ ভ্রাম্যমান আদালত পরিচালনাা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দোহার পৌরসভার ৪নং ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকায় একটি বাল্যবিবাহ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পরে কন্যার বিবাহের নির্দ্দিষ্ট বয়স না হওয়ায় বাল্যবিবাহটি বন্ধ করে দেয়া হয়। এ সময় পিতা-মাতা, অভিভাবক কর্তৃক আইনবহির্ভূতভাবে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর কর্তৃত্ব সম্পন্ন হইয়া বিবাহ নিবন্ধকের অফিসে উপস্থিত থেকে বাল্যবিবাহ সম্পন্ন করার উদ্যোগ গ্রহণের অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ছেলের অভিভাবক বাচ্চু মিয়া (৫৬) নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মেয়ের পিতা-মাতা ও অভিভাবকদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোঃ মামুন খান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জনস্বার্থে দোহার উপজেলায় এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দোহার থানা পুলিশ সার্বিক ভাবে সহযোগিতা প্রদান করেন।
রাজু