যুবদলের আয়োজনে চাটমোহরে অনুষ্ঠিত সাইকেল র্যালী
চল যাই যুদ্ধে মাদক জুয়ার বিরুদ্ধে এ শ্লোগানে পাবনার চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তারা এ আয়োজন করে।
মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত সাইকেল র্যালীটি স্টার মোড় হতে শুরু হয়ে চাটমোহর পৌর সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষীণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরের শহীদ মিনারে এসে শেষ হয়। এসময় চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তাইজুল র্যালীতে অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় ডাঃ এস এম আতিকুল আলম, চাটমোহর পৌর যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর প্রমূখ তাদের বক্তব্যে মাদক ও জুয়ার কুফল সম্পর্কে বর্ণনা করেন এবং সবাইকে মাদক জুয়া থেকে বিরত থাকার আহবান জানান।
রাজু